আমাকে ভোট দিল দেশকে উন্নতির জোয়ারে ভাসিয়ে দিব।
এক বুক ভরা কষ্ট, এতগুলো কষ্ট
নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছি
ফিরিয়ে দেবে কি?
ভেজা বাতাস, ভেজা কপোল
উজ্জ্বল আলোয় চোখ ঝলমল
ভেজা ঠোঁটে তীর্যক হাসি
বলতে চাই ভালবাসি।
বলতে না পারার কষ্ট, এতগুলো কষ্ট
নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছি
বুঝতে পারবে কি?
চলে যাবার আগেই তোমায় ডাকতে চাই
মুখ ফুটে তোমায় নিয়ে ভাবনাগুলো বলতে চাই
কৃতজ্ঞতা তোমায় তবুও একবার তাকিয়েছ তুমি
কষ্টের সাথে ক্ষোভ আমার,তখনও বলিনি আমি
তবুও কি তোমাকে যেতে হত চলে
অবুঝ আমায় হয়ত বা যাবে ভুলে।
এখনও তোমার জন্য দাঁড়িয়ে আছি
ফিরে তাকাবে কি?
মৃদু ছন্দে ভেজা বাতাস
তাকিয়ে দেখ, হাসছে আকাশ
কষ্টের হাসি সবাইকে কাঁদায়
বলেছি ভালবাসি শুধুই তোমায়।
বুঝনি, ছিলে নিশ্চুপ তুমি
ক্ষোভে নিজের প্রতিই ক্ষুব্ধ আমি
এই ছিলাম বেশ, কী ছিল দরকার
সব কথা তোমায় বলবার!
আমার এই সমাধি তোমারই প্রাপ্য
আমার সব স্বপ্নে শুধু তোমার আধিপত্য।
বুক ভরা স্বপ্ন,এত গুলো স্বপ্ন
নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছি
তুমি হাতটা ধরবে কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।