কেউ এক জন বলেছিল ক্ষমতায় আসে যায় এএল ও বিএনপি কিন্তু আলিয়া মাদ্রাসার ছাত্ররা করে জামাত শিবির! এখন জামাত শিবিরও বিএনপির কাধে চড়ে ক্ষমতার স্বাদ নিয়েছে, আলিয়া কেও করেছে যুগোপযোগি। কিন্ত আমি এখানে বলতে চাই কওমি মাদ্রাসার ব্যাপারে যেই সব পাড়ার হাজি সাহেব অল্প খরচে চাঁদা তুলে অর্থাৎ সাধারণ মানুষের গাঁটের পয়সায় সভাপতি, সহ সভাপতি ও কমিটির সদস্যা তকমা লাগাতে চান, তারাই কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার মত ধর্ম ভিরু হয়ে থাকেন যেহেতু আলিয়া মাদ্রাসা বা স্কুল প্রতিস্থায় মেলা ঝক্কি ও পয়সার ব্যাপার। কথা হল এই সব অর্ধ শিক্ষিত ও শিক্ষিত কিন্তু গোঁরা তারা কি এএল বিএনপি'র রাজনীতি করেনা? নিশ্চই করে থাকে এর মধ্যে আর যদি কিন্তু নেই। তাহলে প্রশ্ন হল কওমির কচিকাঁচা রা আমেনি, চরমুনাই ও আজিজুল হকের রাজনীতি করে (তারা আবার বিএনপির সঙ্গীসাথি) তাহলে সরাসরি কওমি ওয়ালাদের নিয়ে জাতীয়তাবাদী কওমি দল ও কওমি লিগ প্রতিষ্ঠিত হতে দোষ কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।