আমার পরিচিত অনেকেই বলে আমার সাথে নাকি মানুষের চেয়ে জানোয়ারের মিল বেশী। তাই দয়া করে কেউ আমার কাছ থেকে মানুষের ব্যাবহার আশা করবেননা। যেইসব জাতীয়তাবাদী দলের আন্ধা সমর্থক গন গোলাপী ম্যাডামের সাথে লেজেহোমো এরশাদের বৈঠকে আশান্বিত হয়ে দিন গুনছেন, তাদের বলছি এমনিতেই জামাতের লগে জোট করে কান্ধের উপর যেই পাহাড় উঠাইছেন সেই ভারই বহন করতে জিহ্ববা বের হয়ে যায়, তার উপরে আবারো শখ করে স্বৈরাচারের সাথে জোট বাধাঁর শখ? তাইলে জীবনে আর ক্ষমতার স্বাদ দেখা লাগবেনা। কৈফিয়ত দিতে দিতেই জীবন-যৌবন শেষ হইয়া যাবে ক্ষমতার আর পাওয়া লাগবেনা।
জানি জানি বলবেন, এরশাদ তো আলীগ এর সাথে জোট-এ ছিলো তাহলে বিএনপি'র সাথে থাকলে কি ক্ষতি? তাহলে বলতে হবে আপনার রাজনৈতিক জ্ঞান নিতান্তই শিশুতোষ।
বাংলাদেশের রাজনীতি'তে যে আলীগ পরশ পাথর, এই সহজ সত্যটা বুঝেননা? জামাত'ও আলীগ এর সাথে একসময় মোচড়া-মোচড়া করছে, কিন্তু তাই বইলা কি বিএনপি-জামাত জোটকে হালাল করতে পারছেন? পারেন নাই।
কেন পারেন নাই? কারন আলীগ মাঠ-ঘাট দখলের জন্য রাখছে সন্ত্রাসী বাহিনী আর যারা উঠতি যুবক শ্রেনীর, তাদের ব্রেইনওয়াশের জন্য রাখছে একপাল গৃহপালিত সুশীল সমাজ যারা আমাদেরকে সভ্য হওয়ার উপায় বাতলায়। তাই আলীগ দিনে দুপুরে লগি-বৈঠা'র আঘাতে মানুষ পিটিয়ে হত্যা করলেও তা হয় গনমানুষের বিক্ষোভ আর বিএনপি করতে গেলে হয় তান্ডব।
আর এরশাদ সা'ব বিএনপি'র লাগে যোগ দিতাছে ইন্ডিয়ার লাভেই। যদি বাইচান্স বিএনপি ক্ষমতায় আসেই তাইলে তখন এরশাদ ফল দিতে পারে।
সুতরাং এই মাজা ভাঙ্গা বিএনপি দিয়া কোনমতে ক্ষমতায় যাইতে পারলেও ভারত বিরোধী করা দুরাশা মাত্র। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।