আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয়তাবাদী ফ্রন্ট নামে নতুন দলের আহ্বায়ক হলেন নাজমুল হুদা

বিএনপি থেকে স্বেচ্ছায় পদত্যাগী নাজমুল হুদার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট(বিএনএফ) নামের নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে সন্ধ্যায়। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইমপেরিয়াল হোটেলে আলোচনা সভা ও ইফতার মাহফিলের মাধ্যমে নতুন এই দল ঘোষণা করা হয়। নতুন এই দল প্রসঙ্গে ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, “১৯৭৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করা হয়। এই জোট থেকেই রাষ্ট্রপতি নির্বাচিত হন জিয়াাউর রহমান। পরে গঠন করা হয় বিএনপি নামে নতুন রাজনৈতিক দল।

বিএনপি গঠনের পর জাতীয়তাবাদী ফ্রন্ট এতদিন সুপ্ত ছিল। আমি সেই ফ্রন্টকে নতুন রাজনৈতিক দল হিসাবে ঘোষণা করছি। ” বিএনপি থেকে সরে যাওয়া,নিষ্ক্রিয় ও বহিষ্কৃত নেতাদের নিয়ে নতুন এই রাজনৈতিক দলটির পথচলা শুরু হয়েছে। ব্যারিস্টার নাজমুল হুদাকে আহ্বায়ক এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলের ত্রাণ প্রতিমন্ত্রী আরিফ মইনুদ্দিনকে সদস্য সচিব এবং আবুল কালাম আজাদকে সমন্ময়কারী করে দলটির কার্যক্রম সূচনা হয়। দু-এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের পরই রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করবেন তারা।

পূর্ণাঙ্গ কমিটিতে ব্যারিস্টার নাজমুল হুদা, আরিফ মইনুদ্দিন, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আবুল হাসনাত, সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী, বিএনপির বহিষ্কৃত স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, সাবেক হুইপ আবদুল করিম আব্বাসী দলটির শীর্ষ পদে থাকবেন বলে জানা গেছে। ২৭/১১/২ তোপখানা রোডের অফিসটি ইতিমধ্যে বিএনএফের কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য , নাজমুল হুদা সম্প্রতি দল থেকে পদত্যাগ করেন। আর সদস্যসচিব আরিফ মইনুদ্দিনও চট্টগ্রামের রাজনীতির অভ্যন্তরীন কোন্দলের কারণে আশির দশকের শুরর দিকে দল থেকে পদত্যাগ করেন। ১৮-১৪ বা তৃতীয় শক্তির জোটের শরিক হওয়ার কোনো সম্ভাবনা নেই।

৩০০ আসনে প্রার্থী দেওয়ার মতো প্রস্তুতি বিএনএফের থাকবে বলে জানা গেছে। এ ছাড়া সারা দেশের এলাকাভিত্তিক কমিটি হবে। এর প্রক্রিয়াও শুর হয়ে গেছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.