আলিফ লাম মীম। এই সে কিতাব যাতে পথ প্রদর্শনকারী এবং পরহেজগারদের জন্য কোন সন্দেহ নায় ।
শহীদ জিয়া আমাদেরকে (সত্যিকারের জাতীয়তাবাদীদেরকে) ক্ষমা করুনঃ
আমি তোমার সামনে আবার নতজানু হয়েছি জিয়া
না স্বাধীনতা চেয়ে নয় মুক্তির জন্য নয়
ক্ষমা চেয়ে
তোমার ক্ষমা দিয়ে আমার হৃদয় ধুয়ে দেবার প্রার্থনায়
আমার ভেতরে যে রাজাকার তাকে আমি চাবুক মেরে শাসন করেছি
তাকে জুতার মালা গলায় দিয়ে বসতে বলেছি তোমার সামনে
আমি ক্ষমা চাই, ক্ষমা করে দাও
শুধু আমাকে নয়
সমস্ত জাতীয়তাবাদীকে তুমি ক্ষমা কর
আমি আজ সমস্ত জাতীয়তাবাদীর হয়ে তোমার ক্ষমাপ্রার্থী
আমরা তোমার সামনে আবার
নতজানু হয়েছে শহীদ জিয়া
আমাদেরকে ক্ষমা করে দাও
গু আযমের নোংরা আদর্শের মাশ্যমে তোমাকে কলংকিত করেছে ছুপা ছাগু
জাশির নোঙ্গরা আদর্শের সাথে তোমাকে মিশিয়ে
তারা উৎপাদন করেছে ছাগু
মওদুদির মত তোমার স্বপ্নের জাতীয়তাবাদের ভেতর তারা ঠেসে দিয়েছে
তাদের জগত
নীলাভ শিখার মতো জ্বলতে জ্বলতে তুমি তা প্রতিদিন
প্রচার করে যাচ্ছ-
ইলেকট্রনিক সরঞ্জামের মতো অপ্রাণীবাচক তোমার অস্তিত্ব
প্লাস্টিকের পুতুলের মতো প্রাণহীন
তোমার নাম হতে পারত গোলাম আযম
তোমার নাম হতে পারত কসাই কাদের
তোমার নাম হতে পারত বাচ্চু রাজাকার
তোমার নাম হতে পারত দেলু রাজাকার
নরবানরেরা ঠাট্টা করে তোমার নাম রেখেছে শহীদ জিয়া
এইসব জেনে তোমার সামনে আমি
নতমুখে এসে দাঁড়িয়েছি, জিয়া
আমি জাতীয়তাবাদী
আমাকে ক্ষমা কর।
প্রতিদিন কোন না কোন ছাগু তোমার আদর্শকে গলা টিপে হত্যা করে।
প্রতিদিন কেউ-না-কেউ পশুস্বভাবী ছাগু
আল্লাহর কোরান অমান্য করে সমকামিতার মত ক্ষমাহীন অপরাধ করে
প্রতিদিন কোন না কোন সত্যিকারের জাতীয়তাবাদীকে
লীগ বানিয়ে দিচ্ছে তোমার দলের ভেতর ঢুকে যাওয়া ছাগুরা
মারামারি চলছে তোমাকে নিয়ে ।
যেন তুমি মওদুদি
ইয়াহিয়া
গোলাম আযম
তোমার আদর্শ তারা বিচার করছে জামাতিদের দিয়ে
তোমার স্বাধীনতার ঘোষনা তারা পুজিঁ করছে উগ্র সাম্প্রদায়িকতা ছড়াতে
তোমার আদর্শ তারা মূল্যায়ন করছে গু আযমকে দিয়ে
তোমার বাঘের মত সাহস তারা মাপছে ছাগল গু আযমের মাধ্যমে
দাঁড়িপাল্লা ঝুলিয়ে ওজন করছে তোমার ধানের শীষকে
রাজাকারের খুন ধর্ষন নির্যাতন পরখ করে সব্যস্ত করছে
তোমার মূল্য
তোমার নাম হতে পারত খুনি মুজাহিদ
তোমার নাম হতে পারত ঘৃন্য কামরুজ্জামান
তোমার নাম হতে পারত বাচ্চু রাজাকার
তোমার নাম হতে পারত রাজাকার মীর কাসেম আলী
অর্ধসভ্য জাতীয়তাবাদী তোমার নাম রেখেছে শহীদ জিয়া
এইসব জেনে তোমার সামনে আমি
নতমুখে এসে দাঁড়িয়েছি, জিয়া
আমি জাতীয়তাবাদী
আমাকে ক্ষমা কর।
তুমি স্বাধীনতার ঘোষনা দিয়েছ তাই তুমি ঘোষক
সাহসী সামরিক রণ কৌশলে তোমার নাম মেজর
খালে ঘটে মাঠে যুদ্ধ করেছ
তাই তোমার নাম মুক্তি যুদ্ধা
রনাঙ্গনে দাঁড়িয়ে হুংকার দিয়েছ
তাই তোমার নাম রাজাকার নিধনকারী
আমি মুক্তিযুদ্ধার দল সমান অর্থবহ উচ্চারণে
তোমার দলের নামকরণ করতে চাই, জিয়া
কিন্তু পারি না
অক্ষম লজ্জায় আমি তোমার সামনে
অপরাধীর মত দাঁড়িয়ে আছি
আমি জাতীয়তা বাদী
আমাকে ক্ষমা কর।
আজ আমি তোমাকে বলতে এসেছি
জিয়া শব্দের অর্থ হচ্ছে স্বাধীনতা
এবং তোমার কর্তৃত্ব গ্রহণ করার সময় হয়েছে, জিয়া
জাতীয়তাবাদীদেরকে গ্রহণ কর।
ফরহাদ মজহারের কবিতা অবলম্বনে ।
ব্লগে ছাগু লিডার ও ছাগুচ্ছাস আমাকে জাতীয়তাবাদীদের কাছে লীগ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে।
আমার অপরাধ আমি ঐ ছাগু লিডার আর ছাগুচ্ছাসের মত জামাতকে সমর্থন দিতে পারিনা আর জামাতি ছাগুদের বিরুদ্ধে লিখে সবসময় গদাম দেই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।