গফরগাঁও কে বিশ্বের মাঝে উপস্হাপন করতে চাই ডিজিটালউদ্ভাবনী মেলার মেয়াদ এক দিন বাড়ানো হয়েছে। তিন দিনের এই মেলা গতকাল শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও এক দিন বাড়ানোর কারণে এটি আজ শনিবারও দর্শকদের জন্যখোলা থাকছে।
বুধও বৃহস্পতিবার হরতালের পর গতকাল শুক্রবার সকাল থেকেই ঢাকার বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান নভোথিয়েটারে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১১-এ দর্শকদের ভিড় দেখা যায়। বিকেলে তো ভিড় ছিল রীতিমতো উপচে পড়া। দর্শকদের আগ্রহের কারণেই মেলার সময় এক দিন বাড়ল বলে আয়োজকেরা জানান।
মেলায় অংশগ্রহণকারী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে গতকাল বিকেলে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি হিসেবে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে তথ্যপ্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, ‘গত বছরের ডিজিটালউদ্ভাবনী মেলায় এসেছিলাম। এবার মেলা দেখেবোঝা গেল, অনেক নতুন ডিজিটাল-সেবা দেওয়া হচ্ছে।
’ ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র, ই-বুক, ই-পুর্জি ইত্যাদি সেবার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এভাবে এগোতে থাকলে দ্রুতই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়িত হবে। ’
মেলায় একটি স্টলের সামনে বেশ ভিড় দেখা গেল। হাতে হাতে অনেক মাউস। সামনের একটি পর্দায় বিভিন্ন প্রশ্ন দেখাচ্ছে। চলছে মাউস ক্লিক করে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার প্রতিযোগিতা।
সর্বোচ্চ সঠিক উত্তরদাতার মিলছে পুরস্কার! শিক্ষা মন্ত্রণালয় আয়োজন করেছে এই প্রতিযোগিতা। এ রকম নানা আয়োজন ডিজিটাল উদ্ভাবনী মেলায়।
তিনটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে মেলায়। এগুলো হলো: আইসিটির সাহায্যে সেবার মান উন্নয়ন ও নিশ্চিতকরণের মাধ্যমে সাধারণ নাগরিকের ক্ষমতায়ন, দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বল্প মূল্যের ও উচ্চগতির ব্রডব্যান্ড নিশ্চিতকরণ এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দক্ষ জনশক্তির উন্নয়ন।
বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প এ মেলার আয়োজক।
আজ শেষ দিনেও সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে। মেলায় বিনা মূল্যে প্রবেশ করা যাবে।
সুত্র: Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।