এভাবে চলে যেতে নেই রে,এভাবে চলে যেতে হয় না। তবু তোরা চলে যাস। ঠিক চলে যাওয়া নয়,তোদের কেড়ে নেয়া হয়। এই প্থিবীর ফুল-পাখি,ঘাস-পাতার পরিবার থেকে তোদের কেড়ে নেয়া হয়। বাবা-মা,ভাই-বোন আর বন্ধুদের স্বর্গ থেকে তোদের কেড়ে নেয়া হয়।
সম্রাট রে,তোর কাছে যে ক্ষমা চাইব,সেই সাহস আমার নেই রে। কোন মুখে ক্ষমা চাইব?এই তো সেদিন উইলস এর এক বাচ্চা ছেলেকে এভাবেই ওরা কেড়ে নিল। আমরা কিছু করতে পেরেছি?পেরেছি সেই ঘাতক ড্রাইভারকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে?পারিনি। কোন মুখে তোকে প্রতিশ্রুতি দেব যে তোর ঘাতককে আমরা আইনের কাঠগড়ায় দাঁড় করাবো?তোর বাবা-মা তো আরে দেশের হোমড়া-চোমড়া কেউ নন,যে নিজেদের ক্ষমতাবলে তারা তোর বিচার করিয়ে নিতে পারবেন। আমরা আমাদের অক্ষমতার জন্য তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
তুই এই অক্ষম কাপুরুষ ভাইদের ক্ষমা করে দিস।
আমরা হয়তো তোর জন্য দু-একটা মানব-বন্ধন করবো আর বিবেককে সান্ত্বনা দেব---আমাদের যতটুকু সাধ্য আমরা করেছি। আমরা শিক্ষিত মধ্যবিত্ত জাতটাই এমন রে। আমরা সভা-সেমিনারে বক্ত্তা দিয়ে আর পত্রিকা-ব্লগে লেখেলেখি করে নিজেদের দায়িত্ব শেষ করি। তুই আমাদের নির্লজ্জ পলায়ণপরতা দেখে এভাবে হাসিস না রে।
আমাদের তুই ক্ষমা কর। আমরা সবাই মিলে তোকে খুন করছি। তোর স্বপ্নগুলোকে খুন করেছি। একটা পরিবারের স্বপ্নগুলোকে খুন করেছি। কোন শাস্তিই আমাদের জন্য যথেষ্ট নয়।
তবু বলছি,তুই তো এখন সব কিছুর ঊর্ধ্বে। পারবি না আমাদের ক্ষমা করতে?পারবি না?
সম্রাট রে,ওই দেখ,ওরা এমন আরো অনেক সম্রাটকে কেড়ে নিতে মিছিল করে এগিয়ে আসছে?তুই আমাদের সাহস দে ভাই। আমরা যেন ওদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারি। আর কোন সম্রাটের স্বপ্ন ওরা যেন শুরুতেই গুঁড়িয়ে দিতে না পারে। আয় ভাই,আয়।
আমাদের একটুখানি সাহস দিয়ে যা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।