আজ খুলনাতে বেগম খালেদা জিয়া সফর করেন।তাকে অভ্যর্থনা জানাতে হাজার হাজার মানুষ বিভিন্ন জেলা থেকে বাসে ট্রাকে আসতে থাকে। এ কারণে শহরে ও শহরের বাইরে তিব্র যানজট দেখদেয়। আর মানুষের মাঝে আগে যাব আগে যাব প্রবনতা দেখাযায় । যার বলি হয় ১৪ টি জীবন। খুলনাযে একটি বিভাগিয় শহর তার কোন লেশ পাওয়া যায়না। শহরের ভেতর কয়েককিলোবাদে কোথাও ২লেনের রোড নেই। আজ দুইলেনের রোড থাকলে হয়ত বালুর ট্রাক ও বাসের সংঘর্ষে এই জীবন গুলো অকালেযেতোনা । এ থেকে আবার প্রমানিত হয় দক্ষিন বঙ্গ কত পিছিয়ে কত আবহেলিত। এর জবাব চাইলে আমাদের দেশের মহান নেতারা বলবেন-'' আল্লার মাল আল্লাহ নিছে ........'' এভাবে আর কত......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।