আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে.......এ জীবন পূণ্য কর..... এ জীবন পূণ্য কর.... এ জীবন পূণ্য কর দহন দানে...... আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে...... আমাদের দেশে ক্রমশ বেড়ে উঠছে ইতিহাস বিমুখ-নষ্টভ্রষ্ট, কূপমণ্ডুক-রূপমণ্ডুক, তরুণ ব্রয়লার প্রজন্ম, আমাদের আড্ডার বিষয়বস্তু ইতিহাস-মুক্তিযুদ্ধ, গণতন্ত্র-দর্শন, সাহিত্য-কবিতা, বা গণমুক্তি নয় ; আমাদের ব্রয়লার তরুণ প্রজন্মের আড্ডার বিষয়বস্তু হেঁটে যাওয়া কোন অচেনা তরুণীর আঁটসাঁট পোশাক, মুম্বাইয়ের অভিনেত্রীর অঙ্গপ্রত্যঙ্গের আকার-আকৃতি, ওয়েস্টান কোন মেয়ে পপস্টারের উত্তেজনা পূর্ণ অঙ্গভঙ্গি। আমাদের ব্রয়লার তরুণীরাও পিছিয়ে নেই কোন অংশে। তারাও ক্রমশ নিজেদেরকে বাজারের দামী পণ্য বানানোর প্রতিযোগিতায় নেমেছে। তারাও ব্যাস্ত হিন্দি সিরিয়াল অথবা হলিউডি নায়িকাদের হাল-জামানার পোশাক কেনা নিয়ে। নিজেকে কিভাবে আরও দামী ভোগ্য পণ্য হিসেবে পুরুষের সামনে প্রদর্শন করা যায় সেটা নিয়ে। আমাদের সকলের মধ্যে দিনদিন হ্রাস পাচ্ছে ব্যাক্তি সত্তার মূল্যবোধ। আধুনিকতা আর ব্যাক্তি স্বাধীনতার নামে আমরা হয়ে উঠছি উগ্র, বেড়ে উঠছি অসুস্থ মানসিকতা নিয়ে। এভাবে আর কতদিন ??? এ থেকে উত্তরণের কি কোনও উপায় নেই ???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।