স্বপনের সমাধি খোঁড়া এ জীবন ... মনের গোপন ঘরে যে শ্বাপদ ঘর করে তাকেই লালন করে চলা এ জীবন!
ছবি গুলো গ্রুপ মেইল এ পেয়েছি। প্রথমে ভেবেছিলাম নতুন কোন আতশবাজির খেলা। কিছুদুর আগাতেই ভুল ভাংল। কি বিভৎস! শেষের ছবি গুলোর উপর চোখ রাখাই দুরহ! গাঁজার একটি স্কুলের উপর ইসরাইলি ‘হোয়াইট ফসফরাস’ বোমা হামলার ছবি এগুলো।
এই বিভৎস ছবিগুলি ব্লগে দেওয়া উচিত নয় জানি, কিন্তু আমরা যেগুলোকে বিভৎসতা বলে এড়িয়ে যাচ্ছি তাতো কোন সিনেমার কাটপিছ নয়, তা একান্তই বাস্তব ছবি। ভেবে দেখুন, ওই বাচ্চাগুলোরও মা-বাবা আছে, তারা তাদের সন্তানকে জীবনের চেয়ে বেশী ভালবাসে, যেমন ভালবাসি আমি বা আপনি আমাদের সন্তানকে।
আর কত দিন চলবে এই অসম যুদ্ধ? আসুন যার যেখানে পরিচিত আছে বিশ্বের মানুষকে দেখায় ইসরাইলের এই বর্বরতা।
সমস্ত যুদ্ধ, সমস্ত জংলীপনা ঘৃনা করি!! চরম ঘৃনা করি!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।