প্রায় ১৫/১৬ বছর আগের ঘটনা । আমাদের এলাকায় এশাক নামে এক পাগল ছিল(এখনও আছে),ছোটবেলায় গাছ থেকে পরে পাগল হয়ে গেছিল। একদিন রাস্তায় দাড়িয়ে আছি এশাককে দেখলাম তাদের ৫তলা বাড়ির ছাদের উপর চেয়ারে বসে গুল মাজছে । হঠাৎ এলাকার স্বপনভাই বলল 'দেখবা এশাকরে চেতামু '। তার কথায় আশেপাশের অতিউৎসাহিত মানুষের একটা ছোটখাটো জটলা তৈরি হল,কারণ এশাককে কেউ সহজে ঘাঁটানোর সাহস পায়না । স্বপনভাই দু'হাত মুখের সামনে নিয়ে এশাকের উদ্দেশে জোরে চিৎকার দিল 'ওই এশাক,লাফ দেও!' এশাকের গুল মাজা বন্ধ এদিক অদিক খুঁজছে কে বলল এই কথা ! আবার 'ওই এশাক,লাফ দেও!!' এবার চেয়ার ছেড়ে ছাদের রেলিং-এর সামনে এসে দাঁড়াল । আবারও 'ওই এশাক,লাফ দেও!!!' এশাক রেলিং ধরে একটু ঝুকে থমথমেচেহারায় নিচে তাকাল এবং আঙ্গুল উঁচিয়ে চেঁচিয়ে উঠল ''ওই ফকিন্নির বাচ্চা,আমি ফাল দিমু কেলা,আমার বাপের টেকা আছে,তোর রহম ফকিন্নি নিকি,তোর মন চাইলে তুই আয়া হেনতে ফাল দে............!!!'' এশাকের এই ডায়লগ শুনে নিচের সবার চক্ষু তো চরখগাছ !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।