আমাদের কথা খুঁজে নিন

   

পাগলের প্রলাপ

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

এক তারিখ থেকে ননস্টপ পরীক্ষা দিচ্ছি আজকে কারো বাসায় পরীক্ষা নাই কি মাজা আগামী মাসের ১৬ তারিখ থেকে পরীক্ষা মনে পড়লে আর ভাল লাগেনা কবে যে পড়া শেষ হবে পড়তে খারাপ লাগেনা। পড়া শুনা করব ভাল কথা পরীক্ষা কেন দিতে হবে???? আর পরীক্ষা আছে ভাল কথা সেখানে আবার ভাল-খারাপ পাশ-ফেল কেন থাকবে!!! বছর শেষে পরীক্ষা শুধু দিয়ে আরেক ক্লাসে উঠে যাওয়ার সিস্টেম থাকলে কতইনা ভাল হত!!! পরীক্ষা আসলে আর টেনশন করতে হত না। আসুন সবাই এক সাথে গলা মিলিয়ে বলি " লেখা পড়া করে যে গাড়ী চাপা পরে সে"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।