আমাদের কথা খুঁজে নিন

   

ভিন্ন দুই বাবা যমজ সন্তানের জন্ম দিলো পোল্যান্ডে

আমি আমার মতন। এই বিরল ঘটনা তখনই সম্ভব, যখন দুটি ‘ডিম্বানু' সৃষ্টি হয় এবং প্রজননের সময় একের অধিক পুরুষের সঙ্গে সঙ্গমের ঘটনা ঘটে না, আক্ষরিক অর্থে সন্তান দুটির জন্ম দিয়েছেন এক পোলিশ মহিলা৷ একটি মেয়ে, একটি ছেলে৷ তবে একই গর্ভে ধারণ করা ঐ যমজ ভাই-বোনের পিতৃ-পরিচয় কিন্তু আলাদা৷ অবাক হচ্ছেন ? হবারই কথা৷ কারণ, পৃথিবীতে এরকম ঘটনা যে মাত্র সাতবার ঘটেছে! ঘটনাটা এরকম : পোলিশ ঐ জননী যে সময় গর্ভধারণ করেন, সে সময় স্বামী ছাড়াও অন্য আর এক পুরুষের সঙ্গে তাঁর নাকি যৌন সম্পর্ক ছিল৷ একই সময় দু'জন পুরুষের সঙ্গে যৌন মিলনের ফলে গর্ভবতী হলে - কে বাবা, তা নির্ধারণ করা নিয়ে সমস্যা দেখা গেলেও, বাবা যে দুজনই - এমন ঘটনা কিন্তু সচরাচর দেখা যায় না৷ এক্ষেত্রে এমনটাই হয়েছে৷ তবে সেই সত্যও প্রতিষ্ঠিত হয়েছে মায়ের অজান্তে৷ সন্তান জন্ম দেওয়ার পর, মা নিজের মুখেই বলেছিলেন, তাঁর যমজ সন্তান দুটি তাঁর স্বামীর নয়, বরং প্রেমিকের ঔরসে জন্ম নিয়েছে৷ একই সময় দু'জন পুরুষের সঙ্গে যৌন মিলনের ফলে গর্ভবতী হলেও -বাবা দুজনই - এমন ঘটনা সচরাচর দেখা যায় নাBildunterschrift: একই সময় দু'জন পুরুষের সঙ্গে যৌন মিলনের ফলে গর্ভবতী হলেও -বাবা দুজনই - এমন ঘটনা সচরাচর দেখা যায় না একথা বলে, স্বামীর সঙ্গে বিবাহ-বিচ্ছেদেরও সিদ্ধান্ত নিয়েছিলেন ঐ পোলিশ সুন্দরী৷ শুধু তাই নয়, সন্তান যে স্বামীর নয়, সেটা প্রমাণ করতে ডিএনএ পরীক্ষাও করান তিনি৷ কিন্তু, গল্প এখানেই শেষ হয় না৷ ডিএনএ পরীক্ষায় জানা যায়, সদ্যোজাত নারী শিশুটির বাবা তাঁর প্রেমিক হলেও, ছেলেটি কিন্তু তাঁর স্বামীর ঔরসেই জন্মেছে৷ পোলিশ টেলিভিশন ‘টিভিএন ২৪' জানায়, এহেন ঘটনা অত্যন্ত বিরল৷ আর সেটা তখনই সম্ভব, যখন একটির জায়গায় দুটি ‘ডিম্বানু' সৃষ্টি হয় এবং প্রজননের সময় একের অধিক পুরুষের সঙ্গে সঙ্গমের ঘটনা ঘটে৷ এই বিরল ঘটনা তখনই সম্ভব, যখন দুটি ‘ডিম্বানু' সৃষ্টি হয় এবং প্রজননের সময় একের অধিক পুরুষের সঙ্গে সঙ্গমের ঘটনা ঘটে না, আক্ষরিক অর্থে সন্তান দুটির জন্ম দিয়েছেন এক পোলিশ মহিলা৷ একটি মেয়ে, একটি ছেলে৷ তবে একই গর্ভে ধারণ করা ঐ যমজ ভাই-বোনের পিতৃ-পরিচয় কিন্তু আলাদা৷ অবাক হচ্ছেন ? হবারই কথা৷ কারণ, পৃথিবীতে এরকম ঘটনা যে মাত্র সাতবার ঘটেছে! ঘটনাটা এরকম : পোলিশ ঐ জননী যে সময় গর্ভধারণ করেন, সে সময় স্বামী ছাড়াও অন্য আর এক পুরুষের সঙ্গে তাঁর নাকি যৌন সম্পর্ক ছিল৷ একই সময় দু'জন পুরুষের সঙ্গে যৌন মিলনের ফলে গর্ভবতী হলে - কে বাবা, তা নির্ধারণ করা নিয়ে সমস্যা দেখা গেলেও, বাবা যে দুজনই - এমন ঘটনা কিন্তু সচরাচর দেখা যায় না৷ এক্ষেত্রে এমনটাই হয়েছে৷ তবে সেই সত্যও প্রতিষ্ঠিত হয়েছে মায়ের অজান্তে৷ সন্তান জন্ম দেওয়ার পর, মা নিজের মুখেই বলেছিলেন, তাঁর যমজ সন্তান দুটি তাঁর স্বামীর নয়, বরং প্রেমিকের ঔরসে জন্ম নিয়েছে৷ একই সময় দু'জন পুরুষের সঙ্গে যৌন মিলনের ফলে গর্ভবতী হলেও -বাবা দুজনই - এমন ঘটনা সচরাচর দেখা যায় না। একই সময় দু'জন পুরুষের সঙ্গে যৌন মিলনের ফলে গর্ভবতী হলেও -বাবা দুজনই - এমন ঘটনা সচরাচর দেখা যায় না একথা বলে, স্বামীর সঙ্গে বিবাহ-বিচ্ছেদেরও সিদ্ধান্ত নিয়েছিলেন ঐ পোলিশ সুন্দরী৷ শুধু তাই নয়, সন্তান যে স্বামীর নয়, সেটা প্রমাণ করতে ডিএনএ পরীক্ষাও করান তিনি৷ কিন্তু, গল্প এখানেই শেষ হয় না৷ ডিএনএ পরীক্ষায় জানা যায়, সদ্যোজাত নারী শিশুটির বাবা তাঁর প্রেমিক হলেও, ছেলেটি কিন্তু তাঁর স্বামীর ঔরসেই জন্মেছে৷ পোলিশ টেলিভিশন ‘টিভিএন ২৪' জানায়, এহেন ঘটনা অত্যন্ত বিরল৷ আর সেটা তখনই সম্ভব, যখন একটির জায়গায় দুটি ‘ডিম্বানু' সৃষ্টি হয় এবং প্রজননের সময় একের অধিক পুরুষের সঙ্গে সঙ্গমের ঘটনা ঘটে৷ Click This Link  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.