তোমার জন্য একটি সকাল আলো ছায়ার খেলায়- দিলাম আমি নতুন করে স্বপ্ন ছুঁয়ে যায়। মেঘের ভেলায় স্বপ্ন আঁক- আবার তারে ভাঙ্গো, মেয়ে তোমার ভাঙ্গা-গড়ায় মেঘগুলো সব কালো । কোথায় তোমার মনের আকাশ- কোথায় সীমানা? তোমার নীলের মেঘগুলোকে ছুঁতে কেন মানা! একলা পথে মেয়ে তুমি সঙ্গী আমায় কর, পথ ফুরাতেই আমায় ফেলে কোথায় তুমি সর! তোমার মনের তেপান্তরে যতই ছুটে যায়, দিগন্তটা দিগন্ততে অবাক রয়ে যায়! মেয়ে তুমি মেঘের মাঝে মেঘের যত কালো, জানি না হায় তবু তোমায় বাসি কেন ভালো!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।