ব্লগে আসার বা থাকার কোন কারন খুজে পাই না,তবু পুরনো টানে বার বার আসি সামুতে শুন্যতা
শূণ্যতা, আমি তোমাকে ভালই বেসেছিলাম। আর আমি জানি তুমিও। তোমাকে দেখার প্রথম দিনই আমি বুঝেছিলাম ইভান তুর্গেনিভের সেই অমর উক্তিটা আসলেও সত্যি। ভালবাসাবাসির জন্য অনন্তকালের প্রয়োজন নেই, একটি মূহুর্তই যথেষ্ট। তারপরও বলি..... শূণ্যতা.....আমার মনে হয়েছে, আমি এ পৃথিবীতে আসা ঈশ্বরের পরিব্রাজক।
ভালবাসাবাসির মত ক্ষুদ্র ব্যাপার কি তার মানায়? চাইলেও তোমাকে ভালবাসতে পারবো না এই চাপা কষ্টটা আমাকে একরকম বিরহের মধ্যে ঠেলে দিল। তখনই বুঝলাম বুদ্ধদেব গূহ’র সেই কথাটা মিথ্যে না। বিরহ মানুষকে সুন্দর করে। তুমি ভাল থাক শূণ্যতা।
জীবনের অর্থ
জীবন মানে কচি সবুজের ছোয়া,নূপূরের ছন্দ
শ্রাবণের অবিরাম ঝরণা ।
আবার জীবন মানেই,
উষ্ণ আগুন, শীতের ঝরা পাতা।
গ্রীষ্মের শুকনো নদী ।
জীবন যদি ফুলে ফুলে মধু খেত,
দুজনে মিলে দিগন্তে উড়ে যেত,
তবে জীবন হত পাখি ।
আবার এই জীবন যদি জ্বালিয়ে দিত সব আবেগকে,
ছাই হয়ে ভেসে বেড়াত মুক্ত বাতাসে,
তবে তা হতো আগুনের রক্তাক্ত শিখা ।
আমার কাছে জীবন মানে নীল খাম,
যেখানে কষ্ট জমা হয়,
অপরাজিতা ফুলসার ঠোতে বিষ ঢেলে দিয়ে যায়,
সদ্য ফোটা গোলাপের গোলাপী রুপ,
আর তূষার শীতল বর্ষার পানিতে ছুটাছুটি ……….
হতাশা
মনের কোনে একবিন্দুখানি হতাশা ।
কেন এই হতাশা ?কি কারন এর ?এখনোও বুঝতে পারলাম না . . .হয়ত হেরে যাচ্ছি আমি॥ সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে আমাকে !আজ সব কিছু ছেড়ে যাবার আগে,এততো হতাশা কেন এসে ভিড়ছে আমার মনের কোনে? কত কি করতে চেয়ে ছিলাম আর কিছুই করা হলো না . . ! শুধু সবাইকে কষ্টই দিয়ে গেলাম. . . তবুও কতগুলো মানুষের মুখে ক্ষণিকের জন্য যে হাসি ফুটিয়ে ছিলাম সেটিই আমার জীবনের সব থেকে বড় পাওয়া. . . .আর কিছুই চায় না আমার. . .
যন্ত্রণার নীল
যন্ত্রণার নীল রং আমি দেখেছি,লালসার নীল রং আমি দেখেছি। বন্ধুত্তের নীল রং আমি দেখেছি।
আকাশের নিলের সাথে এই নীল মেলাতে চেয়েছি। দিন শেষে রাত আসে। আকাশ কি তার নীল রং বদলায়??বদলায় না।
আমরা অন্ধকারে টাকে কৃষ্ণবর্ণ দেখি। আকাশ যে সুধুই নীল। আকাশ থাকবেই আমি থাকবনা। নীল তে অনেক হাহাকার। অনেক স্বার্থপরতা।
নীল খামের কষ্ট
আমার নীল খামে কষ্ট রাখার আর জায়গা নেই
আবার নতুন এ্কটা নীল খাম ……..
চাই না কোনো নীল খাম ।
যেখানে নেই কোনো নীলখাম, কষ্ট থেকে বহু দূরে,
শুধুই একা …..
কিন্তু আর পারছি না ……
আমার জীবনে কষ্ট অবিরাম আসতে থাকবে
নীল খাম ও পূর্ণ হতে থাকবে,
কষ্ট নেই নীল খামের ও দরকার নেই কিসে বলতে পারো ??
গ্রীষ্মের শুকনো নদী ……..
……………………………
…………………………….
সব কিছু হারিয়ে যখন আমি পৃথিবী থেকে শূণ্য । ।
ভালবাসা কারে কয়?
সখি,ভালোবাসা কারে কয়.?
-পদ্ম পাতায় লাল গোলাপের কুঁড়ি তো নয়॥
ভালোবাসা তবে কারে কয়.?
-বিরহ রাতে একা বসে কাঁদাও তো নয়॥
আহ..!ভালোবাসা কারে কয়.?
-মান-অভিমান,
সুখ-দুঃখ তো নয়॥
ভালোবাসা তবে কি.?
-সবুজ ঘাসের বুকে শিশির কনা একটি॥
ভালোবাসা কি এতোই তুচ্ছ.?
-হিংস্র হাতে অপরাজিতার গুচ্ছ॥
কি তবে ভালোবাসার কারণ.?
-ভালোবাসা যে আত্নার একাকীত্বের মরণ॥
সখি,তুমি ভালোবাস কারে.?
-প্রভুর আসন দিয়েছি যারে॥
ভালোবাসা কি মিছে নয়.?
-খোদা যদি মিছে হয়॥
এখন তুমিই বলো ভালোবাসা কারে কয়.?
আমার মনেহয় প্রিয়জনের কথা ভেবে নিঘু'ম রাত কাটানোর নামই ভালোবাসা,
মনের অজান্তে হেসে ওঠাই ভালোবাসা॥
তারপরেও লোকে কয় ভালোবাসা নাকি ভাল নয়॥
ভালথেকো॥
উৎসর্গঃ নিজেকে,সেই সাথে বিনিদ্র রজনী ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।