লেখালেখিই হোক আমার জীবন... মনের অজান্তেই ভালোবেসেছিলাম কাউকে আমার আমিত্বকে সন্ধানে ভালোবেসেছিলাম, খুঁজেছিলাম সীমার মাঝে অসীমের সন্ধান আমার সে ভালবাসা আজও লাল সালাম। সেই কবেকার ভালোলাগা,স্মৃতিরোমন্থন কল্পনা, স্মৃতির আল্পনাজুড়ে শুধুই তুমি; কত গোলাপ কিনেছি তোমার জন্য গেঁথেছি বিনি সুতোয় মালা সারাবেলা সারাটিক্ষন তোমাকে খুঁজি এই যাযাবর আমি। মন বলে যাই তোমার কাছে, ভালবাসা সে কোন মরুর বনে হারিয়ে গেছে রাতের মিনার শুক তারা জ্যোৎস্না মলিন, নীলাম্বরিতে হারিয়েছে মনের শঙ্খচিল। জানি কাউকে ভালোবেসেছিলাম, নীলাকাশের কোন সে পাখির গান শুনতে এসে চেয়েছিলাম ঠিক তখনি দুপুরের রবি হয়ে উঠেছিল প্রকৃতির ছবি দিগের থেকে দিগন্তে অরুপ মায়াবী। আমার সে ভালোবাসা ম্রিয়মান প্রদীপবাতি হিজলের বনে শ্যাওলা জমেছে আজ, চাইলেও ডানামেলে উড়েনা রাঁজহাস ভালবাসার বীজে জন্মিছে মাকাল গাছ...।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।