আমাদের কথা খুঁজে নিন

   

কাউকে ছাড় নয়: সিইসি

“নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেয়া হবে না,‍” হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
আচরণবিধি লঙ্ঘনে করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন সিইসি। নির্বাচনের সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ রক্ষায় সবার সহায়তা চান তিনি।
সিইসি সাংবাদিকদের জানান, বৈঠকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপাররা তাদের এলাকার পরিস্থিতি ভালো বলে জানিয়েছেন।


নির্বাচনী এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, র‌্যাব, পুলিশ, কোস্টগার্ড মোতায়েন করা হবে। সেনা মোতায়েনের জন্য দুই প্রার্থীর দাবি নাকচ করে কাজী রকিব বলেন, “এখন পর্যন্ত সেনা মোতায়েনের মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। ”
আগামী ১৫ জুন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট এবং ৬ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ হবে।
নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘনের প্রবণতা বেড়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্বাচনী কর্মকর্তারা বেশ তৎপর রয়েছে। ইতোমধ্যে কয়েকটি এলাকায় প্রার্থীদের কারণ দর্শানো নোটিসসহ ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নিচ্ছে।

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় বিরোধীদলীয় নেতার ১ জুনের কর্মসূচি আচরণবিধি পরিপন্থী হবে উল্লেখ করে ওই কর্মসূচিতে না যেতে তাকে অনুরোধ জানান সিইসি। আইন লঙ্ঘন হলে সে অনুযায়ী সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।
নির্বাচনী এলাকায় দলীয় অনুষ্ঠান না করার অনুরোধও জানান তিনি।
জিয়াউর রহমানের ‘শাহাদতবার্ষিকী’র এক অনুষ্ঠানে গাজীপুর যাওয়ার কর্মসূচি রয়েছে খালেদা জিয়ার।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.