আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা কাউকে আকাশ এ উঠায় কাউকে মাটিতে নামায় ।

প্রতিবারেই কোন না কোন দল কে ফেভারেট বলে ধরে নেয়া হয় আগে থেকেই। সাধারণ মানুষের সমর্থন থাকুক আর না থাকুক বিশেষজ্ঞদের সমর্থন ঠিকই থাকত কোন না কোন দলের দিকে। কিন্তু এবার কোন তীর কূল খুঁজে পাচ্ছিনা। আমার মত অনেকেই পাচ্ছেনা। কোন দল জেতা ম্যাচ হেড়ে যাচ্ছে আবার কোন দল হারা ম্যাচ জিতে যাচ্ছে।



এবারের টি টোয়েন্টি বিশ্ব কাপে ফেভারেট দল হিসেবে ধরা হয়েছিল অস্ট্রেলিয়াকে। এর কারণ তাদের ফর্ম। আর ফর্মে থাকলে এদের রুখার শক্তি কারো নেই। অতীত তার সাক্ষী। কিন্তু বাংলাদেশে এসে পাকিস্তানের সাথে প্রথম ম্যাচেই তারা ধাক্কা খেয়েছে।

ম্যাক্সোওয়েলের হাত ধরে প্রায় জিতে যাওয়া ম্যাচকে উল্টো পাকিস্তানই হেসে খেলে নিজেদের করেছে। দুর্বল নেদারল্যান্ডের কাছে সব দলই নাস্তা নাবুদ হয়েছে। আফ্রিকা বেঁচে গেছে ভাগ্য জোরে। কিন্তু ইংল্যান্ড রক্ষা পেলনা। অস্ট্রেলিয়া- ওয়েস্ট ইন্ডিজ দলের খেলায় ভাবাই হয়নি শেষ তিন ওভারে আবেগীরা ম্যাচ জিতে নেবে।

আফ্রিকা- ইংল্যান্ড, আফ্রিকা- শ্রীলংকা, আফ্রিকা- নেদারল্যন্ড, আফ্রিকা- নিউজিল্যান্ড সব ম্যাচেই উত্তেজনায় ঠাসা ছিল। শুধু আমাদের নিজ দেশের খেলায় কোন আনন্দ পেলাম না।

এ পর্যন্ত পারফর্মেন্সের বিচারে ভারত কে ফেভারেট মনে হলেও আমার বাজির ঘোড়া সাউথ আফ্রিকা। তারা আন্ডার ডগ হিসেবে আসলেও তারা এবার আর চোকার না। হারা ম্যাচ জিতেই সেমিফাইনালে এসেছে।

আর আমার কাছে মনে হয়েছে ওরাই এক মাত্র দল যাদের সব রকমের খেলোয়াড় আছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.