সত্য সন্ধানে সর্বদা নির্ভিক সংবাদ বদলে দেয়ার একযুগ পূর্তিতে প্রথম আলো পত্রিকার নতুন কার্যক্রম। ভাষা শিক্ষন একাডেমী। নাম প্রথম আলো ল্যাংগুয়েজ এন্ড মতি মেথড
বিনা মূল্যে ভাষা শিক্ষন এই দাতব্য উদ্দোগ নেয়া হয়েছে আজ থেকেই।
আজ প্রথম আলোর লিড নিউজটি পড়লে সবাই এটা ধরতে পারবেন।
বেশি কিছু না শুধু একটাই ধরুন।
গতকাল দেশের সব চ্যানেলে দেখানো হল পুলিশ ফারুককে গালি দিল এই বলে শুয়ারের বাচ্চা থাপরাইয়া দাঁত ফেলে দিব। আর প্রথম আলো লিখছে পুলিশ বলেছে পাগলপাগল
দেখুন মতি মেথডের কেরামতি। পুরো বাক্যকে একটি শব্দে বদলে দিছে।
নিজউটিতে আমি কমেন্ট করেছি। শুধু মতির পোলাপানগুলারে পড়াতে।
জানি প্রকাশিত হবে না।
এবার আপনারা পড়েন:
ভাই প্রথম আলোর কমেন্ট মডারেটর, হ্যা আপনাকে বলছি আপনি আমার ভাই। আপনার পায়ে ধরি আমার কমেন্টটা প্রকাশিত করেন। ভাই বাংলা ভাষায় আমি বেশি পাকা না। এটা জানি আপনারা সংবাদ বদলে দেন।
ভাই এটা আপনাদের ব্যাপার। কিন্তু ভাই শব্দ পাল্টে দেন এটা জানতাম না। ভাই বিভিন্ন শব্দের প্রতিশব্দ পড়েছি। কিন্তু এমন কোন প্রতিশব্দ পাইনি যে, “শুয়ারের বাচ্চা থাপরাইয়া দাঁত ফেলে দিব যার প্রতিশব্দ আপনারা লিখলেন পাগলপাগল। ভাই আপনাদের রিপোর্টার কি মাঠে ছিল? মনে হয় না।
আর আপনাদের অফিসের ক্যাবলটিভির লাইনকি কেটে ফেলা হয়েছে? টিভিতে কিছু দেখেননি? লজ্জা করলো না এমন নিউজ করতে? যদি ক্যাবল লাইন কাটা থাকে তাহলে ইউটিউবে ভিডিওটি দেখেন।
আপনারা দেখছি কবে দেশটাই পাল্টে দিবেন।
ছি..........
নিউজটি পড়ুন
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।