প্রথম যখন laptop কিনি তখন C ড্রাইভে কম স্পেস রেখেছি, এটা চিন্তা করে যে এটার বেশি জায়গা লাগবে না। কিন্তু এখন আমার windows 7 আপডেট হতে হতে জায়গা (ড্রাইভ) ভরে গেছে। এখন আমি ডাটা লস না করে কিভাবে স্পেস বাড়াবো। আমি রামপুরা থাকি, কেউকি আমাকে হাতে কলমে হেল্প করতে পারেন। অথবা ঢাবির কোন ভাই; ক্যাম্পাস এ গেলে আপনার সাথে দেখা করলাম। প্লিজ ভাই কেউ হেল্প করেন। আমাকে বাঁচান। মন্তব্যের জায়গায় আপনার সেল নাম্বার টা দিবেন বলে আসা করি। আমাকে বাঁচান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।