আমাদের কথা খুঁজে নিন

   

ঘাসের গতিরেখা

ছবির পাশে এই যে ঘাসগুচ্ছ দেখছেন, এরা সবাই ছিল আমার পক্ষে যুদ্ধ বিরোধী কালের সাক্ষী। আর আমি একটা কালো কামানের মুখোমুখি দাঁড়িয়ে অমিত উচ্চারণে, বলেছিলাম- সবুজ পৃথিবীতে যুদ্ধবিহীন চল্লিশ সহস্র ভোর চাই। নব্বই শতাব্দী চাই মানুষের ভালোবাসার সনদসন্ধ্যা। প্রেমিক- প্রেমিকার গোপন পত্রাবলির বিধান। কালো অক্ষরগুলোকে সাক্ষী রেখে আমি আরো কিছু শর্ত জুড়ে দিয়েছিলাম সেই বিকেলে। এর অন্যতম বাক্যটি ছিল - আমরা আর এই বিশ্বালোকে দেখতে চাই না কোনো প্রতিবন্ধি মন !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।