শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে আমি মরলে আমার আত্নার হবেনা মরন সেইতো আমার পরকালে দুঃখেরই কারন বাঁইচা থাকতে সুখ পাইলামনা মরলেও সুখ নাই নষ্ট মেয়ের কষ্ট ভুলতে আত্নার মরন চাই। অন্তরেরো অন্তর কইরা রাইখাছিলাম যারে সেইতো আমার বুকে আগুন দিল বারেবারে। হায়রে আমার পোড়া কপাল দুঃখে দুঃখে কাটাইলাম কাল আমার দুঃখ আমি ছাড়া বুঝার কেহ নাই। নষ্ট মেয়ের কষ্ট ভুলতে আত্নার মরন চাই। শিশু কালে ছিলাম ভাল খেলার সাথী পেয়ে যৌবনে ছলনাময়ী খেললো আমায় নিয়ে। প্রেমে আমি বেহুশ যখন বিচ্ছেদ নোটিশ পাইলাম তখন অন্যের ঘরে পাড়ি দিল বাজাইয়া সানাই। নষ্ট মেয়ের কষ্ট ভুলতে আত্নার মরন চাই। ইতি তোমার ভালবাসার ভিখারী মামুন খাঁন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।