ভুল চিকিৎসার শিকার হয়ে মারা গেছেন এক গৃহবধূ ও নবজাতক। নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ করেছেন মৃত গৃহবধূর বাবা আলী হোসেন। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে সদর মডেল থানাধীন শহরের উকিলপাড়া এলাকার মা মেডিকেল ক্লিনিকে।
আলী হোসেনের অভিযোগে জানা যায়, ডেলিভারি করাতে ১০ হাজার টাকা চুক্তিতে তার মেয়ে ফাহমিদাকে গত ২৭ জুন রাতে ভর্তির পর সিজারের মাধ্যমে অপারেশন করে একটি পুত্র সন্তানের জন্ম হয়। অপারেশনের পর ফাহিমার অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে।
এ অজুহাতে আরও ২৫ হাজার টাকা আদায় করে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু ফাহমিদার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ তারিখ রাতে ফাহমিদার মৃত্যু হয়। এর কিছুক্ষণ পরে নবজাতক শিশুটিরও মৃত্যু হয়।
ফাহমিদার মৃত্যুর কারণ উল্লেখ করে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা জানান, অপারেশনের সময় অসাবধানতাবশত ফাহমিদার বিভিন্ন রগ কেটে গিয়ে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে ।
এ ব্যাপারে সদর মডেল থানার ওসি আক্তার হোসেন জানান, শনিবার রাতে আলী হোসেন একটি অভিযোগ নিয়ে আসেন। কিন্তু গতকাল তিনি জানতে পেরেছেন বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও মৃতের পরিবারের সঙ্গে আপসের কথা চলছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।