আমাদের কথা খুঁজে নিন

   

ফেরারি

আমি অবশ্যই সঠিক পথে হেঁটেছি, যে পথে আমি শত সহস্র মানুষের পেছনে হেঁটেছি। শুধু চেষ্টা করেছি, দৌড়ে পালাবার জীবন থেকে দূরে, ঘর ছেড়ে সে পালক পুরির ঐ পাড়ে। আমার সাধারন সব কথায় নিসঙ্গ নিশ্চুপ নিরবতায় চলমান বায়ুর মাঝে আমার ঘড় ছেড়ে চলা। মহান অভিভূতায় অদৃশ্য সে ধূলিকনার আহবানে ঘড় ছেড়ে চলা সে পথে আমি একবার হেঁটেছিলাম, আনমনে। আজ ফিরবার আকুল আবেদনে আমি পথহারা, দৌড়ে চলা অবসান্য, আর ক্লান্ত এক ফেরারি।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।