সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, জ্বালানি শেষ হয়ে যাওয়ায় পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছে কৃত্রিম উপগ্রহটিকে।
ফেরারি অফ স্পেস বিগত চার বছর ধরে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ম্যাপ তৈরি করছিল।
কুত্রিম উপগ্রহটির চিত্রগ্রাহক চার্টার জানিয়েছেন, প্রথমে এটিকে তারা খসেপড়া নক্ষত্র মনে করেছিলেন। কিন্তু খুব শীঘ্রই তারা বুঝতে পারেন এটি কোনো খসেপড়া নক্ষত্র নয়, এটি সেই কৃত্রিম উপগ্রহ, যার বিষয়ে ঘণ্টাখানেক আগে বিবিসিতে সংবাদ প্রচারিত হয়েছিল।
তিনি আরও জানান, উপগ্রহটি অন্ধকার আকাশে উজ্জ্বল সাদা রংয়ের ধোঁয়ার একটি লম্বা সারি তৈরি করেছিল। সম্ভবত সূর্যের আলোতেই এমনটি হয়েছে, যা তারা দেখতে পাননি। চার্টারের বর্ণনার সঙ্গে স্পেস অফ ফেরারি ফেরার জায়গা এবং সময় মিলে গেছে বলেই জানিয়েছে বিবিসি। অন্যদিকে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ধীরগতির ইন্টারনেটের কারণে চার্টার ভিডিওটি শেয়ার করতে পারছেন না বলে জানিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।