আমাদের কথা খুঁজে নিন

   

ফেরারি প্রেমী

চলো ওঠা যাক, এই নিঃশব্দ রাতের শব্দময় পাঠ... বিশ্রাম আঘ্রাণে খুঁজে পাওয়া পরম আততায়ী হাত...

বিপন্ন চিকিৎসা আমার আজই সমাপ্ত হলো। আমাকে দিয়েছে ওরা একাকাশ পথ্য, একসাগর বিপর্যয় সিরাপ। একা একা খেতে ভালো লাগে না তাই ডাক দেই পান্থজনে। বলি, এসো হে এসো পান করো জগৎ তরল, গিলে নাও গুটি কয়েক ট্যাবলেট এসো ভাগাভাগি করে ভুলে থাকি যাবতীয় যাবজ্জীবন... মরিচা পড়েছে দূর স্বপ্নের লৌহ ফটকে ধ্বনির আগে এখন প্রতিধ্বনি এগিয়ে আসে নবতারা আকাশে না উঠলে স্বস্থি পায় পুরানো আঁধার আমার চিকিৎসক একজন নামজাদা ফেরারি প্রেমী তার পায়ে আঁকা ছিল এককোটি বছরের আত্মঘাত উল্কি বাড়ি তার জিউসের পাশের বাড়ি| জিউস তার প্রেমিকাকে ভোগ করেছিল যদিও একথা লেখা নাই পুরাণে, কিন্তু জানত সকলে সেই থেকে চিকিৎসক আমার লিখে যাচ্ছেন শুকনো নদী... আমি তার একাগ্র রোগী, খুব রাগী জানেন বলে প্রতিদিন লিখে দেন একরাশ উজান ভাটি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।