বেছে থাকাটা আমার কাছে বিসন্নতা ছোট বেলায় বিপ্লব নামে আমার
এক বন্ধু ছিল,
তার একহারি, দুবলা দেহের দিকে তাকিয়ে
বশর স্যার বলেছিলেন
"নাতিশীতোষ্ণ দেশে বিপ্লবের চাষ হয়না"।
আমার সেই বন্ধুটি এখন আকারে, প্রকারে
অনেক বিশাল হয়ে গেছে। তবুও
বশর স্যারের কথা আমার সত্য মনে হয়।
এদেশে বিপ্লবী, প্রতিবিপ্লবী, ক্রিয়াশীল, প্রতিক্রিয়াশীল
সবাই আছেন। শুধু আরাধ্য বিপ্লবের কোনও দেখা নেই।
এদেশে বিপ্লব মিছিলের পর অন্ধকার কানাগলিতে হারিয়ে যায়।
এদেশে বিপ্লব খাল কাটার সাথে একাকার হয়ে যায়।
এদেশে বিপ্লব প্রতিটি শাসকের বন্ধুকের আগায় ঝরতে থাকে।
এদেশে এখন বিপ্লব এবং দুর্নীতি সমার্থক হয়ে
পৃথিবীর তাবৎ বিপ্লবকে উপহাস করে।
একদা এই জনপদে কিছু মানুষ সমাজতান্ত্রিক বিপ্লবের স্বপ্ন দেখে বলেছিল
" বিপ্লব দীর্ঘজীবী হোক"।
বিপ্লব নয়, উনারা এখন দীর্ঘজীবন নিয়ে ফেরারি বিপ্লবের স্বপ্ন ভুলে
তৈলাক্ত মুখে নৌকার গলুইয়ে বসে থাকেন।
আর বিপ্লব বেচারা আট-দশজন বিপ্লবী নিয়ে
শাহবাগ থেকে লঙমার্চ নিয়ে আজিজ মার্কেটে ঢুকে যায়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।