আমাদের কথা খুঁজে নিন

   

তৈরি হচ্ছে উড়ুক্কু হাইব্রিড গাড়ি

জলে এবং ডাঙায় চলার উপযোগী গাড়ি তৈরিতে গবেষকরা অনেকদূর এগিয়ে গেলেও উড়ুক্কু গাড়ি তৈরিতে তারা এতোদিন এগুতে পারেন নি। সম্প্রতি সিলিকন ভ্যালির প্রকৌশলীরা উড়ুক্কু গাড়ি তৈরির কাজ শুরু করেছেন। জানা গেছে, এ গাড়িটিই হবে বিশ্বের প্রথম জ্বালানি এবং বিদ্যুৎশক্তি চালিত উড়ুক্কু গাড়ি। খবর এমএসএনবিসি-এর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, উড়ুক্কু গাড়ি তৈরিতে প্রকৌশলীরা হোভার প্রযুক্তি ব্যবহার করছেন।

একটি নলের মধ্যে বায়ুর প্রবাহ এবং পাখার ঘূর্ণন শক্তি কাজে লাগিয়ে আকাশে ওড়ার কাজে এ প্রযুক্তিটি ব্যবহৃত হয়। জানা গেছে, হোভার প্রযুক্তিটি সলোট্রেক নামের আকাশযানে প্রথম ব্যবহৃত হয়েছিলো। সলোট্রেক যানটি কেবল একজনকে নিয়েই উড়তে পারতো। ২০০১ থেকে ২০০৫ সালের মধ্যে এটি মার্কিন সরকারের রাষ্ট্রীয় প্রতিরক্ষামূলক গবেষণা প্রতিষ্ঠান ডারপা’র অর্থায়নে তৈরি হয়েছিলো। সংবাদমাধ্যমটি জানিয়েছে, সিলিকন ভ্যালির উদ্যোক্তরা সলোট্রেক-এ ব্যবহৃত প্রযুক্তি ব্যবহার করেই উড়ুক্কু গাড়ি তৈরির কাজে আটঘাট বেঁধে নেমেছেন এবং তারা শীগগিরি এই গাড়ি তৈরি করে ফেলবেন বলেও আশ্বাস দিয়েছেন।

উড়ুক্কু গাড়ি তৈরির বিষয়ে প্রকৌশলীরা বলছেন, এই গাড়ি তৈরি হলে যানজট সমস্যা থেকে মুক্তি মিলবে পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিরও সহজ সমাধান মিলবে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.