বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ। বাস ভাড়া বাড়ানোর জন্য প্রায় এক বছর ধরে চেষ্টা করছিল বাস মালিক সমিতিগুলো। অবশেষে ১ জুলাই ২০১১ থেকে বাস ভাড়া বাড়ল শ্রীলঙ্কায়।
মিনিমাম বাস ভাড়া হবে ৭ রুপী।
সেই হিসাবে ভাড়া বৃদ্ধির হার ৭.৬%।
এর আগে ২০০৭ সালে মিনিমাম ভাড়া ৫ রুপী ছিল। তেলের দাম বাড়ার পর তা হয় ৮রুপী। তেলের দাম কমার পর আবার তা হয় ৬রুপী।
কিন্তু সমস্যা হল বাস বাড়ানোর পরও যাত্রীরা পরিশোধ করছে।
কেউ মারামারি করছে না। হইচই করছে না। যেটা বাংলাদেশে প্রায়ই দেখা যায়।
একটি জাতির সভ্য হবার কোনবিকল্প নেই। অথচ কবে যে আমরা সভ্য ----- ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।