বলিউডি জুটি রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ স্পেনের পর এবার অবকাশ যাপন করছেন শ্রীলঙ্কায়। খবর এনডিটিভির।
আর পাঁচটা বলিউডি জুটির মতোই রণবীর-ক্যাট তাদের সম্পর্ক নিয়ে মুখ খুলছেন না। তবে তাদের প্রেমের সম্পর্ক নিয়ে কারও তেমন সন্দেহ নেই। সম্প্রতি ওই জুটিকে শ্রীলঙ্কার সৈকতে সময় কাটাতে দেখা গেছে।
অনুরাগ কশ্যপের পরবর্তী সিনেমা ‘বোম্বে ভেলভেট’-এর জন্য নিজেকে প্রস্তুত করছেন রণবীর। আর এ সময় তাকে সঙ্গ দিচ্ছেন ক্যাট।
সহ-অভিনেতা হৃত্বিক রোশানের অসুস্থতার কারণে ক্যাটের পরবর্তী সিনেমা ‘ব্যাং ব্যাং’ এর শুটিং পিছিয়ে যায়। তাই অবসর সময়টুকু তিনি রণবীরের সঙ্গেই কাটাচ্ছেন।
শ্রীলঙ্কার একটি কফিশপে সময় কাটানোর সময় ছবি তোলা হয় ‘আজব প্রেম কি গাজাব কাহানি’ খ্যাত ওই বলিউডি জুটির।
এদিকে কিছুদিন আগে স্পেনেও তাদের একসঙ্গে দেখেছেন কেউ কেউ। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর নিজেকে একা বলেই দাবি করছিলেন রণবীর। তবে স্টারডাস্ট ম্যাগাজিনে প্রকাশিত ছবি অন্য কাহিনিই তুলে এনেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।