আমাদের কথা খুঁজে নিন

   

মহাসেন: বৃষ্টি-ভূমিধসে শ্রীলঙ্কায় প্রাণহানি ৭

নিখোঁজ রয়েছে ৩ জন। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ১,৯৪৭ টি পরিবারের ৭,৩৯৯ মানুষ। শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র লাল শরথ কুমারা রয়টার্সকে একথা জানান। এনডিটিভি’র খবরে একথা বলা হয়েছে। শরথ জানান, ২৮০০’রও বেশি গৃহহীন মানুষের জন্য ৪ টি ক্যাম্প খোলা হয়েছে।

পার্বত্য অঞ্চলগুলোতে ভূমিধসের ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে। কিছু কিছু পার্বত্য এলাকায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। গভীর নিম্নচাপের ফলে বঙ্গোপসাগরে সৃষ্ট এ ঘূর্ণিঝড় বৃহস্পতিবার বাংলাদেশ ও প্রতিবেশী মিয়ানমারে আঘাত হানতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর জানায়, ঘূর্ণিঝড় মহাসেন কিছুটা দুর্বল হলেও তা এখনো ঝুঁকিপূর্ণ। বাংলাদেশ ও মিয়ানমারের লাখ লাখ মানুষ এ ঝড়ের ঝুঁকির মুখে রয়েছে।

এর আগে, মঙ্গলবার ঘূর্ণিঝড় মহাসেন থেকে বাঁচতে গিয়ে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে রোহিঙ্গা মুসলিমদের সরিয়ে নেয়ার সময় নৌকাডুবিতে অন্তত ১শ’ জন মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। মিয়ানমারে সাম্প্রদায়িক সহিংসতা এবং অস্থিরতার শিকার প্রায় ১ লাখ ৪০ হাজার রোহিঙ্গা তাঁবুতে বাস করছে। এরা সবাই মহাসেনের ঝুঁকির মুখে আছে। জাতিসংঘ গত সপ্তাহেই সতর্ক করে দিয়ে বলেছে, লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া না হলে মানবিক বিপর্যয় ঘটবে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।