আহসান জামান রক্তে ভাসে সন্ন্যাসীকণিকারা তাই এতো কাঁটাছেঁড়া গান; বেসুরে বেজে ওঠে বিকেলবেলায়। তোমার অপেক্ষার পদশব্দরা ফেরে না বাড়ীর উঠানে, আনচান মন পাশ ফিরে জেগে থাকে রাত। জ্বলে ওঠা বারুদের মন; সতর্কজানালায় খিল খোলা। যেখানে রাখো কোমলহাত কেবলই আগুনের থোকাথোকা ফুল। অস্থিতে জমেছিলো ভালোবাসা উড়ালে জোসনারাতে; আড়ালে হিরে কাঁটা কাঁচ ছুঁয়ো না দ্বিধার লাজ। বুনেছি স্বপ্ন আমি, ভয়াল রাজপথ; গৃহহীন অরণ্য ডাকে আজ অন্ধকারে সবুজের কি বা রঙ! যদি ফিরি ঘরে আমি একা; ইচ্ছেরা ফেরারি হাওয়ায় ওড়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।