আমাদের কথা খুঁজে নিন

   

ইচ্ছেরা বহুদুর

আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি, মায়ের মুখের জন্য ছিনিয়ে আনতে পারি হাসি, আমি ছিনিয়ে আনতে পারি মানচিএ, গড়তে পারি দেশ। যদিও বা আমি অগোছালো শব্দের কুন্ডলি। ছুঁয়ে দেখো আমায়; আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি।। আমার ইচ্ছে আমায় ডাকে, ডাকে বারংবার, কত অভিযোগ তার.... দেখায় তার লোভের শরীর, বলেঃ ' দাঁড়াও ' । দাঁড়ালেই নাকি সব কষ্ট-বেদনা বরফ-গলা জলের মতো গড়াবে। সে কি জানে না সে থাকে অনেক দুর ? তারই হাতে গড়া যে এক বিশাল প্রাচীর করেছে তাকে আরও দুর, বহুদুর। সময়কে বলিঃ আসনি তুমি; নিয়ে যেতে ইচ্ছের কাছে। তাহলে ভেঙ্গে চুরমার করে দিতাম প্রাচীর, আগলে রাখতাম আমার ইচ্ছে, তোমাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।