আমাদের কথা খুঁজে নিন

   

তাজমহলের পাশ থেকে একটি তাৎক্ষনিক পোস্ট

উড়ে যাই, উড়ে যাই, উড়ে উড়ে যাই. . . ভালেঅবাসার হৃদয় মন্দিরের বাগানে সাজানো শাহজাহানের বিবি মমতাজের জন্য গড়ে তোলা অমর নির্দশন আ নিজের চোখের মাঝে প্রত্যক্ষ করার বেশ সময় কেটেছে দুপুরে। কড়া রোদের মাঝে মমতাজ মহলের কাছে যেতে , মানে মূল অংশে উঠতে ব্যাপক উষ্ণতা পায়ের তলাকে কিচির মিচির করছিল। খালি পায়ে উঠতে হয় বলে কিচ্চউ করার ছিলেঅ না। দেয়া আছে লম্বা ত্রিপলের মতো। সেটা ফ্লোরের চেয়ে বেশি গরম! বিকেল থেকে সন্ধ্যায় তাজমহলের পেছনে যমুনা নদীর পাশে । তাজমহলের পাশে এসে মনে হচ্ছে, মনে পড়ছে, মনে ধরছে, মনে আসছে, মন ভাবছে, ভেবেছে, ভাবতেও চাইছে অনেক কিছু!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।