আমাদের কথা খুঁজে নিন

   

তাজমহলের একটি মিনার হেলে পড়েছে

দ্য বেঙ্গলি টাইমস ডটকম পৃথিবীর অন্যতম জনপ্রিয় স্থাপত্য তাজমহলের একটি মিনার হেলে পড়েছে। যমুনা নদী শুকিয়ে যাওয়ায় প্রায় ৪ সেন্টিমিটার হেলে পড়েছে আগ্রার তাজমহলের ওই মিনারটি। বিশেষজ্ঞরা এ তথ্য জানিয়েছেন। তাদের মতে, চমকপ্রদ এ স্থাপত্যটি সম্ভবত আর কঠিন ভিতের ওপর দাঁড়িয়ে নেই। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, গত তিন দশকে তাজমহলের দক্ষিণ-পশ্চিম দিকের চূড়াটি ৩ দশমিক ৫৭ সেন্টিমিটার হেলে পড়েছে।

ভারতের আগ্রায় অবস্থিত ভালোবাসার স্মৃতিচিহ্ন হিসেবে নির্মিত চার কোণায় চার চূড়াবিশিষ্ট তাজমহলটি যমুনা নদীর তীরে গড়ে উঠেছিল। মোগল বাদশা শাহজাহান এ স্থাপত্য সৃষ্টি করেছেন। কিন্তু সেই যমুনা আজ শুকিয়ে যাচ্ছে। আর তাজমহলের ওপর এর বিরূপ প্রভাব পড়েছে। এ ব্যাপারে আগ্রা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যার অধ্যাপক কে. এস. রানা বলেছেন, ‘নদীতে যদি পানিস্বল্পতা দেখা দেয় তবে স্বভাবতই তাজমহলের ওপর চাপ পড়বে।

আর এ চাপের কারণে ভবন হেলে পড়া বা তাতে ফাটল দেখা দিতে পারে। ’ তবে মিনারটি হেলে পড়ায় এর সার্বিক উচ্চতার তেমন কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে দেশটির প্রত্নতত্ত্ব জরিপ সংস্থা। তথ্যসূত্র- Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।