অতি সাধারণ....প্রধানমন্ত্রী হলে দেশটারে সাজাইতাম
সপ্তাশ্চর্যের অন্যতম স্থাপত্য ভারতের তাজমহলের একটি মিনার হেলে পড়েছে। তাজমহলের পাশে বয়ে যাওয়া যমুনা নদী শুকিয়ে যাওয়ার কারণেই এমনটা হয়েছে বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার এক লিখিত বিবৃতিতে বলা হয়েছে, তাজমহলের দক্ষিণ-পশ্চিম কোণের মিনারটি গত তিন দশকে ধীরে ধীরে ৩ দশমিক ৫৭ সেন্টিমিটার হেলে পড়েছে। ভারতের আগ্রার যমুনা নদীর তীরে তাজমহল নির্মিত হয়। তবে যমুনা এখন নদী শুকিয়ে যাচ্ছে।
আগ্রা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের অধ্যাপক কে এস রানা বলেন, নদীতে পানির পরিমাণ কমে যাওয়ায় তাজমহলের এই হাল হয়েছে। তিনি আরও বলেন, ‘নদীতে পানির ঘাটতি হলে তাজমহলের ওপর টান পড়ে। এটা প্রাকৃতিক বিষয়। আর এই টানের কারণে তাজমহলে বিভিন্ন ফাটল বা মিনার হেলে পড়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছে। তাজমহল ভবনটি টিকে থাকার জন্য তার চারদিকে স্থাপিত চারটি মিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মিনারগুলো তাজমহলের ওজনের ভারসাম্য রক্ষা করে। ’
মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের স্মৃতিরক্ষার্থে নির্মিত এই স্মৃতিসৌধের ভিত্তি নির্মাণ করা হয় সেগুন কাঠ দিয়ে। টেকসই রাখার জন্য এই কাঠকে আর্দ্র রাখতে হয়। কিন্তু নদীর পানি শুকিয়ে যাওয়ার কারণে তা সম্ভব হচ্ছে না। যদিও প্রত্নতাত্ত্বিক জরিপে বলা হচ্ছে, মিনারগুলোর উচ্চতায় খুব একটা পরিবর্তন লক্ষ করা যাচ্ছে না।
তার পরও পারিপার্শ্বিক পরিবেশের ওপর নির্ভর করছে বিখ্যাত এই মুঘল স্থাপত্য। রয়টার্স। সপ্তাশ্চর্যের অন্যতম স্থাপত্য ভারতের তাজমহলের একটি মিনার হেলে পড়েছে। তাজমহলের পাশে বয়ে যাওয়া যমুনা নদী শুকিয়ে যাওয়ার কারণেই এমনটা হয়েছে বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার এক লিখিত বিবৃতিতে বলা হয়েছে, তাজমহলের দক্ষিণ-পশ্চিম কোণের মিনারটি গত তিন দশকে ধীরে ধীরে ৩ দশমিক ৫৭ সেন্টিমিটার হেলে পড়েছে।
ভারতের আগ্রার যমুনা নদীর তীরে তাজমহল নির্মিত হয়। তবে যমুনা এখন নদী শুকিয়ে যাচ্ছে।
আগ্রা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের অধ্যাপক কে এস রানা বলেন, নদীতে পানির পরিমাণ কমে যাওয়ায় তাজমহলের এই হাল হয়েছে। তিনি আরও বলেন, ‘নদীতে পানির ঘাটতি হলে তাজমহলের ওপর টান পড়ে। এটা প্রাকৃতিক বিষয়।
আর এই টানের কারণে তাজমহলে বিভিন্ন ফাটল বা মিনার হেলে পড়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছে। তাজমহল ভবনটি টিকে থাকার জন্য তার চারদিকে স্থাপিত চারটি মিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মিনারগুলো তাজমহলের ওজনের ভারসাম্য রক্ষা করে। ’
মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের স্মৃতিরক্ষার্থে নির্মিত এই স্মৃতিসৌধের ভিত্তি নির্মাণ করা হয় সেগুন কাঠ দিয়ে। টেকসই রাখার জন্য এই কাঠকে আর্দ্র রাখতে হয়।
কিন্তু নদীর পানি শুকিয়ে যাওয়ার কারণে তা সম্ভব হচ্ছে না। যদিও প্রত্নতাত্ত্বিক জরিপে বলা হচ্ছে, মিনারগুলোর উচ্চতায় খুব একটা পরিবর্তন লক্ষ করা যাচ্ছে না। তার পরও পারিপার্শ্বিক পরিবেশের ওপর নির্ভর করছে বিখ্যাত এই মুঘল স্থাপত্য। রয়টার্স। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।