আমাদের কথা খুঁজে নিন

   

পাহাড় ধ্বসে আর কত মানুষ লাশ হবে...? কর্তৃপক্ষের ঘুম ভাঙ্গবে কবে...?

আমি নির্বাক হয়ে গেলে তোমার পতন অনিবার্য ! প্রায় প্রতিবছরই এটি নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। অবলীলায় পাহাড় কাটা হচ্ছে। সেই পাহাড়েরর পাদদেশে বাড়ি উঠছে। বর্ষার ঢলে সেই পাহাড়ে ধ্বসে পড়ছে। পাহাড় ধ্বসে শিশুসহ মানুষ মরছে।

কিন্তু আমাদের কর্তৃপক্ষের কোনো বিকার নেই। নেই আমাদের কোনো অনূভূতি। আমরা দেখছি, কিছুটা সহানভূতি প্রকাশ করছি। কয়েকদিন একটু উচ্চবাচ্য হচ্ছে। তারপর আগের মতোই, আবারো বর্ষাকাল আসছে, পাহাড় ধ্বস হচ্ছে, মানুষ মরছে।

আমার প্রশ্ন এই ধ্বস কি ঠেকানোর কোনো উপায় নেই। পাহাড় কাটা বন্ধ হলেই তো ধ্বস বন্ধ হয়ে যায়। কিংবা পাহাড়ের পাদদেশে বাড়িঘর তোলা বন্ধ করলেই তো ধ্বসে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। সর্বোপরি, আমাদের সচেতন হতে হবে। জীবন হাতে নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস বন্ধ করতে হবে।

আমরা আর কোনো অস্বাভাবিক মৃত্যু চাই না। জানি আমার এসব কথা অরণ্যে রোদন। এ কথায় কারো কানে যাবে না। পাহাড় কাটাও বন্ধ হবে না আর মানুষের মৃত্যুও ঠেকানো যাবে না। বছর বছর আমরা শুধু লাশ দেখবো...লাশ।

কাঁদা মাটির সঙ্গে মিশে যাওয়া লাশ। ছবি কৃতজ্ঞতা বাংলানিউজ/শীর্ষনিউ.... নিউজ লিংক বিডিনিউজ  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।