"আকাশে নক্ষত্র দেখে নক্ষত্রের মতন না হয়ে পারিনি আমি / নদী তীরে বসে তার ঢেউয়ের কাঁপন, / বেজেছে আমার বুকে বেদনার মত / ঘাসের হরিৎ রসে ছেয়েছে হৃদয়"। _আহমদ ছফা
উৎসর্গ : হবু সাংবাদিক তাপসী রাবেয়া আঁখি-কে
১।
ভেবেছিলাম কতই সহজ
শিস বাজানো, তুড়ি দেওয়া
কিংবা হামাগুড়ি দেওয়া -- খেলার ছলে
তেমনি সহজ বুক দিয়ে ওই পাহাড়া ঠেলা!
কিন্তু এখন টের পেয়েছি
সহজ তো নয় --
কোথায় সরাই? পাহাড় সো তো
বুকের মাঝেই বাস গড়েছে।
২।
পাহাড়ে উঠতে উঠেত আমি নদীর গান গেয়েছি
পাহাড় চূড়ায় বসে আমি ভেবেছি সমুদ্রের কথা
তারপর এক সময় আমি পাহাড়ের কথা বেমালুম ভুলে গেছি
তারপর পাহাড়ও আমাকে ভুলে গেছে ..
আর আমি দিগন্তের চৌকাঠে হোঁচট খেয়ে
রক্তাক্ত হয়েছি, ক্রমাগত রক্তাক্ত হয়েছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।