আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়হীনা

তোমার হৃদয় নাই! হৃদস্পন্দনও নাই! তোমার কোন অকৃত্রিম অনুভূতি নাই! সব কিছুই মেকি তাই! তোমার বচনের কোন অর্থ পাইনা আজ। তোমার কবিতায় যান্ত্রিক ছন্দমিল ওতে জীবনের ছুঁয়া পাইনা । তোমার হৃদয়ে বিশুদ্ধ বাতাস নাই তোমার প্রেমে মৃতরা ভর করে। তোমার ঠুনকো ভালবাসা বালিয়ারীর মতন উবে যায় হাওয়ায় তাই তোমার ও রূপেরও দাম নাই সবই ছদ্মবেশ। সেগুলোর আড়ালে নিদারুণ নিষ্ঠুরতা আর অসত্যের সমাবেশ। গড়েছো এক অদৃশ্য শক্ত দেয়াল ওটা ভেঙে না ফেললেই নয় ওটা মায়াজাল মিথ্যার প্রাচীর ওটা পতনের ভিত্তি তৈরী করে ওটা সঙ্গীহীন নিদারুণ একাকিত্ব দান করে। হে হৃদয়হীনা! তব হৃদয়ে হৃদয়ের দাম আছে কিনা? হে হৃদয়হীনা! সত্যি করে বল অবজ্ঞায় সুখ মেলে কিনা?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।