এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।
কেঁদে যায় এই মন কেঁদে যায়
কেঁদে যায় এ জীবন কেঁদে যায়
ও হৃদয়হীনা
কখনো কী তোমার
মনে পড়ে না আমাকে।।
কত স্মৃতিমাখা দিনগুলো
কেন কুয়াশায় শুধু থেকে যায়
নিসঙ্গ এখন একাকী
দিন কেটে যায় বিরহ ব্যাথায়
ও হৃদয়হীনা
কখনো কী তোমার
মনে পড়ে না আমাকে।।
নৈশব্দ নীলিমাতে যে
খুঁজেছি তোমায় একা নীড়ালায়
জানি আসবে না আর ফিরে যে
তবুও আশায় বসে থাকি হায়
ও হৃদয়হীনা
কখনো কী তোমার
মনে পড়ে না আমাকে।।
আজ অনেক দিন পর তার সাথে দেখা হল। চোখের দিকে তাকাতে পারছিলাম না, বহুদিনের অনুপস্থিতি দূরে নিয়ে গেছে খুব কিন্তু সে কতই না কাছে ছিল। দু'একটা অলাপনে তার কতই না সৌজন্যতা,
ও হৃদয়হীনা মনে কী পড়ে না আগের সেই আমাকে...............
হৃদয়হীনা (মাইলস)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।