আমাদের কথা খুঁজে নিন

   

ও হৃদয়হীনা (কবিতা)


তোমাকে খুব কষ্ট দিতে ইচ্ছে করে অথচ তুমি কষ্ট পাবে বলেই তা দিই না! কষ্টে কেষ্ট মেলে; অথচ কেষ্ট আমি নই তোমার কাছে তাই না? ভালবাসার বিনিময় তুমি ঘৃণা দিয়ে শোধ কর প্রশংসার পৃষ্ঠে তুমি দাও সমালোচনা। আমার শান্তির মিছিলে তুমি কর কুরুক্ষেত্র রচনা সাইক্লোনের মত আসো প্রচন্ড গতিতে ভেঙেচূড়ে একাকার করে দিয়ে তুমি ছুটে চলে যাও দূর অজানায় অচীন কোন গাঁয়ে। যাবার বেলা ভালবাসার পরশ দিয়ে যাও জানিনা শত বানোয়াট অজুহাত কোথায় তুমি পাও। শুধু দূরে সরে থাকো, আপন মনে কাহরে নিয়ে রঙিন স্বপ্ন আঁকো? এভাবেই যাচ্ছে কেটে বেলা কষ্টে কষ্টে কষ্ট কষ্ট খেলা নিষ্ঠুর ধরাধামে কষ্টে মেলে কেষ্ট; এ জীবনে সখা তুমি মোর তপস্যা শ্রেষ্ঠ। ও হৃদয়হীনা, শত সাধনে কষ্টক্লেশে তুমি মেল কিনা?
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।