আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়হীনা



মনে পড়ে তুমি প্রথম আমায় যখন উড়তে শিখালে আমি কিন্তু আর সবারই মত ছিলাম সাধারণ যেমন একটি মানুষ তাঁর নির্ধারিত সীমায়। প্রথমে আমার ভিতরে তুমি আশার বীজ বুনলে আমি আশা করতে শিখলাম। ধীরে ধীরে আমায় পরিপূর্ণ করলে আশায় আশায়। তারপর তুমি আমায় কল্পনার জাল বুনতে শিখালে সময় কে পেরিয়ে জাল বুনতে শিখলাম আমি। এই ভাবে আশায় আশায় কল্পনার জাল বুনতে বুনতে তৈরি হলো পাখা।

তারপর দিলে সাহস। আমি উড়তে শিখলাম। সব কিছু ছেড়ে উঠে গেলাম অনেক উচুতে। যখন আমি ভেসে বেড়াচ্ছিলাম দূর থেকে দূরে উচু থেকে অনেক উচুতে, যখন আমি পায়রার মত বিভিন্ন ভঙ্গিমায় উড়ে দেখাচ্ছিলাম তোমার ইশারায়- তুমি তখন সব কিছু ফিরিয়ে নিলে। আশা আকাঙ্খা কল্পনা সব কিছু।

আমি প্রচন্ড গতিতে আছড়ে পড়ার আগ মুহূর্তেও তুমি ছিলে খুব শান্ত এবং সুন্দর। আগ্রহ ভরে দেখছিলে আমার পতন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।