আহসান জামান লিখে লিখে মুছে ফেলি নিহত দিনের আহত ক্ষণকাল; মোমের রাত্রি, মৃদ আলোয় ভাসে পুরানো বিদ্যালয়ের ভাঙা জানালার রঙচটা অবকাশ। ভোরাকাশে আলোর স্পর্ধায়, চোখ খুলে পড়ে নেওয়া পৃথিবীর কথাকাহন আর তোমার স্পর্শরা নীলচে রেখায় পোড়ে কতকালের বিবর্তন; কচি সবুজপাতা রঙয়ের টিয়ে; খাঁচাবন্দী পাখির ডানায় ক্লান্তকথাদের নির্বাক দৃশ্য দেখে দেখে তুমি-আমি - আনোপথে হাঁটি; একা। বিকেল বৃষ্টিতে ভিজে বন্দীকয়েদীচোখে মোড়ের চাঘরে আমার সারাগায়ে জলাস্নান শুকাই; চোখময় তৃষ্ণাহাটের ফেরিওয়ালা অপেক্ষাস্নায়ু ছিঁড়ে কালের রথে চড়ে নিশ্চুপে চলে গেছে কেউ নির্বাসনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।