আমাদের কথা খুঁজে নিন

   

মানুষেরা লিখে নাম



ক. এই সেই নদী,ঢেউ গলে শুশুকেরা মাথা তুলেছিল জলে জলে জ্বলে উঠেছিল অত্যাশ্চর্য আলোর কেয়ারি। সে আলোয় মিশেছিল গলুইয়ের নিচ থেকে রোদের ঝিলিমিলি পানসি নৌকোর। রাত্রিতে চারপাশে শূণ্য হয়ে ঝুলেছিল চাঁদ-চোয়া লাভা। তবু যেন চাঁদ নয়,কাল নয়,কোনো সময়ও নয় থরথর নদীবুকে সময়ের বুক চিরে মানুষ জেগেছিল। খ. মানুষেরা লিখে নাম মাটি ও কাদায়।

পাথরেও লেখা হয়। একদিন পাথরও হয়ে ওঠে কলা-পাথর বল্লম। পড়ে থাকে পোড়ো জমি,ঘাস। বৃষ্টি ধুয়ে দেয় প্রতপ্ত পৃথিবী। শিশির ধুয়ে দেয় হিলহিলে ঘাস।

স্তরে স্তরে গ্লেসিয়ার জমা হতে থাকে-ঝকঝকে বরফের হাট। মানুষেরা স্পর্শ রাখে জলে ও মাটিতে। পরিযায়ী পাখির মতন মানুষেরা ওড়ে- পাথরে পাথর ঠুকে অনলের ভাষা শিখে নেয়। গ. অতঃপর মানুষ শিখে নেয় মারণাস্ত্র-ভাষা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।