আমাদের কথা খুঁজে নিন

   

তুমি শুধুই আমার রবে

....ভালো ভাবে বাঁচতে ভালোবাসি.......... আজ যাক ভেঙ্গে সব বুকের পাঁজর তোমায় ভালোবাসতে গিয়ে ঘাম ঝরাক আজ স্নায়ুর চাপে ভাবণাগুলো তোমায় নিয়ে এই দুটো চোখ ঝাপসা দেখুক তোমার দেয়া কষ্টগুলো অশান্ত সব ঘূর্ণি বাতাস আমায় ঘিরে ওড়াক ধুলো থামাতে এই বুকের জ্বালা পারবে নাতো কেউ যতই সাগর তৈরী করুক পাহাড় সমান ঢেউ আজ এ বুকের দাবানলে পুড়তে থাকুক দেশ শহর গ্রামে ছড়িয়ে পড়ুক ধংসলীলার রেশ বজ্রাঘাতে ছাই হয়ে যাক তোমার অজুহাত কাঁপলে ভুমি আজকে তুমি হবেই কুপোকাত চলবে নাতো বিচার কোনো আইন লুটাক আজ পা-য় তুমি শুধুই আমার রবে এটাই হলো রায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।