কবঠ পুলিশরাও অভিনেতা। তেলাচোরাও পাখি। আমার দেশও খবরের কাগজ। মাহামুদুর রহমান বুদ্ধিজীবি। ছাইদি ছিবের সাড়ে ইঞ্চি লম্বা ও দেড় ইঞ্চি ঘেরের একজন মুর্তিমান মুছুলমান আস্তাগফিরুল্লা।
বিএনপির মথন শিশু শিশু নেতা নেত্রীগো লইয়া গত পরশু আম্বা আর তাগো একান্ত বাধ্যগত পুলিশরা যা দেখাইলো বিশ্ববাসী তো হতবাগ।
মুক্তিযোদ্ধা ছাদেক হোসেন খোকা। মুক্তিযুদ্ধের পর চুরি, ছিনতাই মাইরপিট কইরা আজকের এই পজিসনে। স্বীকার করতেই হইব, তার কলিজা ভর্তি কি সাহস। আর ওর যে দাড়িটা আপনেরা দেহেন ঐটা কিন্তুক ধর্মপালনের অংশ না ঐটা হইল গিয়া কোপাকোপি খেলতে গিয়া আচমকা একটা কোপ লাগে জায়গামত সেইটা ঢাকনের লিগ্গাই এই দাড়ি।
এইটা আবার আমার কথা না কইছিলেন বিএনপির মানবতাবাদি অপরাধী শাকাচৌধুরী।
তারপর আহেন আব্বাসের খবর লই। হে মুক্তিযুদ্ধ দেখছে লেকিন মুছমানদের বিরুদ্ধে অস্র ধরাটা তিনি হয়তো সহি মনে করেন নাই। গতবার যখন ভুমিমন্ত্রী আছিলেন তখন হঠাৎ একদিন কইয়া ফালাইলেন বোমা ফুটাইতে ফুটাইতেই তিনি আজকের আব্বাস তারে মিথ্যা বোমাবাজির গল্প না শোনানই ভাল। ঢাকার শহিদবাগ, শাহাজাহানপুর খিলগাও তার আসেপাশের যত্ত পাড়া মহল্লা আছে সব তাগো ইজারা নেওয়া।
পানি নামনের যতগুলি আউটলেট বা নীচু জমি তার আমলে তিনি পাইছিলেন সব ভরাট কইরা আত্নিয় স্বজনদের মধ্যে বিলাইয়া দিছিলেন। কপাল খরাপ আর কয়টাদিন পাইলে সবুজ বাগের বালুর মাঠও বিলাইয়া দিতেন। সাবের আইয়াই সব নান্দিবিনাশ কইরা ফালাইল। কিয়ের বলে ডায়াবেটিক হাসপাতাল, বালুর মাঠ কি কি নাকি কইরা এগিনি খাওনের রাস্তাটা পুরাই বন্ধ কইরা দিছে।
পুলিশ একটু অভিনয় করলেই দোষ।
পুলিশো তো মানুষ। জামাতশিবির মারলে বেগমে কয় গনহত্যা। পুলিশ মরলে কি হয় হেইটা আইজ পর্যন্ত জানবার পারলাম না। আমি একটা পুলিশের সুন্দর গলার গান হুনছি। দেখতে অনেকটা রাজপুটিনের মথন নয়টা শালী লইয়া ব্যাটা বহুত রঙ্গে থাকে।
শিশু রিজভীর লিগ্গা খুব মায়া লাগে বেচারা মাইরধইর যা আছে সব উই একাই খাইব। আর ফলা খাইব আব্বাস আর খোকায়।
এইবার সরকার পুলিশের এই অভিনয় ক্ষমতার কথা বিবেচনা কইরা তাগোরেই হয়তো স্বাধীনতার পদকটা দিব বইলা মনে হইতাছে। ফখরুল যখন বিচার বিষ্লেশান কইরা অভিনয়ের একতরফা ক্রেডিটটা পুলিশরে দিছে তো পদক পাওনের হক তো পুলিশেরই জুটলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।