আবার অভিনয় করছেন গায়ক প্রীতম। রওশন আরা নিপা বীরাঙ্গনাদের ওপর শর্ট ফিল্ম 'বীরাঙ্গনা প্রজেক্ট' নির্মাণ করছেন। এ প্রজেক্টের একটি গল্প 'জননী'। এ গল্পে অভিনয় করছেন প্রীতম। এখানে প্রীতমকে দেখা যাবে ১৯৭১ সালের প্রেক্ষাপটে ছাত্রনেতা এবং পরবর্তীতে মুক্তিযোদ্ধার ভূমিকায়।
সময়ের চিত্রে হুবহু বাস্তবায়নে প্রীতমের চোখে উঠে এসেছে মোটা কালো ফ্রেমের চশমা, শরীরে শোভা পাচ্ছে খাদি পাঞ্জাবি।
প্রীতম বলেন, বীরাঙ্গনাদের ত্যাগ এক অর্থে মুক্তিযোদ্ধাদের চেয়েও অনেক বেশি। তারা অবর্ণনীয় অত্যাচার সহ্য করেছেন, হারিয়েছেন সম্ভ্রম। দুঃখজনক হলেও সত্যি, তাদের নিয়ে তেমন কাজ হয়নি। যে কারণে এই প্রজেক্টের সঙ্গে একাত্দতা ঘোষণা করি এবং অভিনয়ে সম্মত হই।
'জননী'তে বীরাঙ্গনার চরিত্রে কাজ করছেন জয়িতা মহলানবীশ। এ ছাড়াও থাকছেন শাজাহান সম্রাট। শেষ খবর পাওয়া পর্যন্ত জননীর শুটিং চলছে গাজীপুরে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।