আমাদের কথা খুঁজে নিন

   

গ্রাহক তথ্য প্রকাশে স্বচ্ছতা চায় প্রতিষ্ঠানগুলো

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে যেসব নিরাপত্তাবিষয়ক তথ্য মার্কিন কর্তৃপক্ষ নিচ্ছে, তা তারা আরও স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করতে চায় তারা। সম্প্রতি সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এ বিষয়ে টেক জায়ান্ট অ্যাপল, সার্চ জায়ান্ট গুগলসহ বেশকিছু প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে বাক্যযুদ্ধে জড়িয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এ দাবির বিষয়টি তারা ভেবে দেখছেন। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো চাচ্ছে, প্রতিদিন তাদের কাছ থেকে যেসব ডেটা নেওয়া হচ্ছে, সেগুলোর বিস্তারিত প্রতিবেদন প্রকাশ হোক। এ বিষয়ে প্রতিষ্ঠানগুলো বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) প্রধান জেন কিথ আলেকজান্ডার, প্রেসিডেন্ট বারাক ওবামা এবং কংগ্রেসের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে।


এ প্রসঙ্গে আলেকজান্ডার জানিয়েছেন, ডেটা প্রকাশ যেন কোনোভাবেই তদন্তের কোনো ক্ষতি না করে। তিনি ডেটা প্রকাশসংক্রান্ত প্রশ্নে বলেছেন, “আমরা নিশ্চিত হতে চাই যে আমরা সঠিক সিদ্ধান্ত নিচ্ছি। ”
প্রতিষ্ঠানগুলো এর আগেও ডেটা প্রকাশের দাবি জানিয়েছিল। এরপর তাদের সীমিতভাবে ডেটা প্রকাশের অনুমতি দেওয়া হয়েছিল।
অন্যদিকে আদালত আদেশ দেওয়ায় প্রতিষ্ঠানগুলো এখন সবরকম ডেটা হস্তান্তরে বাধ্য।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.