www.sometimeinblog.com গুগল ইনকরপোরেশনকে ৩৪ হাজার ৬০০ মার্কিন ডলার জরিমানা করেছে তাইওয়ান। মোবাইল ফোন ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের ডাউনলোড অ্যাপ্লিকেশন কেনার ক্ষেত্রে সাত দিনের ট্রায়ালের অনুমোদন না দেওয়ায় এ জরিমানা করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, তাইওয়ানের ভোক্তা সংরক্ষণ আইন অনুযায়ী ইন্টারনেটের মাধ্যমে মোবাইল সফটওয়্যারসহ যে কোনো কিছু কেনার পর ব্যবহারকারীদের সাত দিনের ট্রায়ালের সুযোগ দিতে হবে। রাজধানী তাইপেতে প্রশাসন প্রমাণ পেয়েছে যে গুগল এবং অ্যাপল এই আইন ভঙ্গ করেছে। এরপর ৮ জুন প্রতিষ্ঠান দুটির ব্যবসায়িক নীতি পরিবর্তন করতে বলা হয়। তাইপে সিটি গভর্নমেন্টের ভোক্তা সংরক্ষণের প্রধান বিটি চেন বলেন, ‘অ্যাপল এই নীতি পরিবর্তন করলেও গুগল তাতে অস্বীকৃতি জানায়।’ তিনি আরও জানান, এরপর থেকে গুগল তাইওয়ানের ব্যবহারকারীদের জন্য অর্থের বিনিময়ে অ্যাপ্লিকেশন বিক্রি বন্ধ করে দেয়। আগামী ১ জুলাইয়ের মধ্যে গুগল ব্যবসায়িক নীতি না পাল্টালে আবার একই ধরনের জরিমানা করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।