সার্চ জায়ান্ট গুগলের প্রাইভেসি পলিসি স্প্যানিশ ডেটা নিরাপত্তা আইনবিরুদ্ধ হওয়ায় প্রতিষ্ঠানটিকে নয় লাখ ইউরো জরিমানা করা হয়েছে। দেশটির নিরাপত্তা আইন লংঘনের নীতি অনুযায়ী জন্য কোনো প্রতিষ্ঠানকে সর্বোচ্চ নয় লাখ ইউরোই জরিমানা করা সম্ভব।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গুগল নিজেদের প্রাইভেসি পলিসি পরিবর্তন করে অনলাইন সেবার মাধ্যমে ব্যক্তিগত তথ্য সংযুক্ত করা শুরু করার কারণেই এ জরিমানাটি করা হয়েছে।
অন্যদিকে, নভেম্বরের শেষদিকে অপর ইউরোপীয় রাষ্ট্র নেদারল্যান্ডস জানিয়েছে, গুগলের প্রাইভেসি পলিসি তাদের আইনও লংঘন করেছে। এমনকি ফ্রান্সও এই বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করার ব্যাপারটি বিবেচনা করছে এমনটাই প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।